সুন্নাহ ওষুধ - প্রফেটিক মেডিসিন - ইসলামিক মেডিসিন কি কেন ?
তিববুন নববী বা বিশ্বনবী
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর চিকিৎসা বিধান মানবজাতির স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি অনন্য গুরুত্বপূর্ণ বিষয়। তিববুন নববী বলতে আমরা রোগ, ওষুধ ও চিকিৎসা, স্বাস্থ্য, সুস্থতা, স্বাস্থ্যের হিফাজত ইত্যাদি সম্পর্কে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কথা, কাজ ও নির্দেশনাকে বুঝে থাকি। বিভিন্ন সহি হাদিস থেকে আমরা জানতে পারি, অসুস্থ ব্যক্তিরা প্রায়ই নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আগমন করতেন এবং তিনি তাদের আরোগ্যের জন্য ব্যবস্থাপত্র দিতেন ও আল্লাহর কাছে আরোগ্য লাভের জন্য দু’আ করতেন। তাঁর রোগ ও চিকিৎসাসংক্রান্ত এসব বাণীর ওপর ভিত্তি করে তদানীন্তন আরব সমাজে তিববুন নববী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি বিশেষ চিকিৎসাব্যবস্থা গড়ে ওঠে, যা আধুনিক বিজ্ঞানের আলোকে উত্তীর্ণ একটি যৌক্তিক ও কার্যকর ব্যবস্থা। ওই সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার বলতে কিছুই ছিল না। কিন্তু রোগ-ব্যাধি তখনো ছিল। যদিও নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আগমন ডাক্তার বা ফার্মাসিস্ট হিসেবে ছিল না, তথাপি তিনি রোগ নিরাময়ে ও স্বাস্থ্য সুরক্ষায় অনেক ব্যবস্থাপত্রসংবলিত বক্তব্য রেখেছেন এবং অসুস্থ ব্যক্তিরা তাঁর ব্যবস্থাপত্রে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন আলহামদুলিল্লাহ। অজ্ঞাত কারণে এটি মুসলিম সমাজে দীর্ঘ দিন লুকায়িত থাকলেও বর্তমানে এর ব্যাপক প্রচার ও প্রসার ঘটেছে এবং মানুষ ক্রমশ তিববুন নববী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মাধ্যমে চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ হচ্ছে এবং দেশ-বিদেশে অনেক বই প্রকাশ হচ্ছে। এ বিষয়ে কুরআন সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছে যে, ‘তিনি নিজ থেকে কোনো কথাই বলেন না’ (সূরা নজম : ৫৩:৩)। তাই সব ধরনের চিকিৎসার পরও যখন কোনো রোগী আরোগ্য লাভে ব্যর্থ হন তখন চিকিৎসক তাকে এ বিকল্প পদ্ধতির চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করতে পারেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আধুনিক মেডিক্যাল সায়েন্সের ভাষ্য হচ্ছে, এ চিকিৎসা পদ্ধতির ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, যা প্রাকৃতিক ও নিরাপদ।
যখন রোগ অনুযায়ী ওষুধ মিলে যায়, তখন রোগ আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যায়।’
-মুসলিম শরীফ
------------------------------------------------------------
#ক্যান্সার, #হেপাটাইটিস, #এইচ আই ভি / এইডস, #ডায়াবেটিস , #থাইরয়েড, #অটোইমিউন রোগ, #প্যারালাইসিস, #হৃদপিণ্ডের রক্তনালী ব্লক, #লিভারে সমস্যা, #কিডনি , #ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগ #সুন্নাহ ওষুধ এর মাধ্যমে ভালো হবে ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে #হোয়াটসএ্যাপ নাম্বার
+88 019 777 999 24
+88 01715 85 00 78
https://01715850078.blogspot.com/
Comments
Post a Comment