পৃথিবীতে ভয়ানক সব রোগের তালিকায় মানসিক বিকৃতি কিংবা উন্মাদনার স্থান সবার শীর্ষে।

 মানসিক উন্মাদগ্রস্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। কখনো কখনো আক্রান্ত ব্যক্তির উন্মাদনা এতো বেড়ে যায় যে তার দ্বারা সমাজের অনেকে ক্ষতিগ্রস্ত হয়। 


মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি, পৃথিবীতে মানসিক রোগসহ এমন কোনো রোগ নেই যার চিকিৎসা আল্লাহতায়ালা দেননি। অতএব অন্যান্য রোগের মতো করে মানসিক উন্মাদগ্রস্ত তথা পাগলের চিকিৎসা করাও সম্ভব। তাহলে একদিকে যেমন পাগল নিজে তার পাগলামি থেকে রেহাই পাবে পাশাপাশি সমাজের লোকেরাও তার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। 

 

বেশ কিছু সুন্নাহ ও অন্যান্য ভালো কাজ সম্পাদন করার মাধ্যমে পাগলের মানসিক অবস্থাকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা যায়। 


প্রতিটি রোগের নিরাময় ওষুধ পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখ আছে।      -----

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রতিটি রোগের ওষুধ রয়েছে। যখন রোগ অনুযায়ী ওষুধ মিলে যায়, তখন রোগ আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যায়।’

-মুসলিম শরীফ

-------------

#ক্যান্সার, #হেপাটাইটিস,  #এইচ আই ভি / এইডস, #ডায়াবেটিস , #থাইরয়েড,  #অটোইমিউন রোগ,  #প্যারালাইসিস,  #হৃদপিণ্ডের রক্তনালী ব্লক, #লিভারে সমস্যা, #কিডনি ,  #ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগ #সুন্নাহ ওষুধ এর মাধ্যমে  ভালো  হবে ইনশাআল্লাহ।

 বিস্তারিত জানতে #হোয়াটসএ্যাপ নাম্বার

+88 019 777 999 24

+88 01715 85 00 78

https://01715850078.blogspot.com

Comments

Popular posts from this blog

থাইরয়েড সম্পর্কে জানুন । আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড।

সুন্নাহ ওষুধ - প্রফেটিক মেডিসিন - ইসলামিক মেডিসিন কি কেন ?