যাইতুন ফল! আল্লাহর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়তুন ফল ও তেল খেতে, যায়তুন তেল মালিশ করতে -
এইটা কি যথেষ্ট নয় এই ফলের উপকারিতা বুঝতে ? আল্লাহ স্বয়ং যায়তুন ফলের (পাশাপাশি তীন ফল ) কসম খেয়েছেন সুরাঃ তীন এর মধ্যে - আর কি লাগে ভাই।
তবে, মজার জন্য যায়তুন ফল এর সাথে মধু মিশিয়ে/মাখিয়ে খেতে পারেন
পবিত্র কুরআন ও হাদিস এ যে ঔষধ গুলা উল্লেখ আছে, সে গুলা ই সুন্নাতী ওষুধ।
পবিত্র কুরআন ও হাদিস এ সব রোগের ঔষধ উল্লেখ আছে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রতিটি রোগের ওষুধ রয়েছে। যখন রোগ অনুযায়ী ওষুধ মিলে যায়, তখন রোগ আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যায়।’
-মুসলিম শরীফ
----------- -----------
ক্যান্সার, ডায়াবেটিস , প্যারালাইসিস, হৃদপিণ্ডের রক্তনালী ব্লক, লিভারে সমস্যা, কিডনি, থাইরয়েড, অটোইমিউন রোগ, ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগ সুন্নাহ ওষুধ এর মাধ্যমে ভালো হবে ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে হোয়াটসএ্যাপ নাম্বার
+88 019 777 999 24
+88 01715 85 00 7
https://01715850078.blogspot.com
Comments
Post a Comment