হযরত মুসা আলাইহিসসালাম এক বার পীড়িত হয়েছিলেন।
ইসরাইল বংশীয় অভিজ্ঞ লোকেরা বলেছিল, ‘অমুক দ্রব্য এ রোগের ওষুধ, আপনি তাহা ব্যবহার করেন’ তিনি বলেছিলেন, ‘আমি ওষুধ সেবন করবো না, স্বয়ং আল্লাহ আমাকে আরোগ্য করবেন। ’ তার রোগ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো।
তিনি কিছুতেই ওষুধ সেবনে সম্মত হলেন না, পীড়াও দূর হলোনা। ইতিমধ্যে ‘ওহী’ নাজেল হলো, ‘হে মুসা! আমি নিজের গৌরবের শপথ করে বলছি, ‘‘তুমি যতোদিন ওষুধ সেবন না করবে, আমি ততোদিন কিছুতেই তোমাকে আরোগ্য করবো না। অতঃপর তিনি ওষুধ সেবন করে স্বাস্থ্য পুনঃপ্রাপ্ত হয়েছিলেন। হাদিস শরিফে আছে, হযরত মুসা (আ.) আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ‘হে আল্লাহ! রোগ কি কারণে আর আরোগ্যই বা কি কারণে ঘটে?’ উত্তর এসেছিল, ‘উভয়ই আমার আদেশে ঘটে’ । তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, ‘চিকিৎসক তবে কোনো কাজের জন্য হয়েছে? উত্তর এলো, ‘কতগুলো লোক চিকিৎসা কার্যে, ওষুধের উপলক্ষে জীবিকা পাবে এবং আমার বান্দাদের প্রফুল্ল রাখবে এ উদ্দেশে তাদের সৃষ্টি করা হয়েছে।
--------------
ক্যান্সার, ডায়াবেটিস , প্যারালাইসিস, হৃদপিণ্ডের রক্তনালী ব্লক, লিভারে সমস্যা, কিডনি, থাইরয়েড, অটোইমিউন রোগ, ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগ সুন্নাহ ওষুধ এর মাধ্যমে ভালো হবে ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে হোয়াটসএ্যাপ নাম্বার
+88 019 777 999 24
+88 01715 85 00 78
https://01715850078.blogspot.com/
Comments
Post a Comment