বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিকিৎসা বিধান মানবজাতির স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি অনন্য গুরুত্বপূর্ণ বিষয়।

তিববুন নববী বলতে আমরা রোগ, ওষুধ ও চিকিৎসা, স্বাস্থ্য, সুস্থতা, স্বাস্থ্যের হিফাজত ইত্যাদি সম্পর্কে নবী করীম সা:-এর কথা, কাজ ও নির্দেশনাকে বুঝে থাকি। বিভিন্ন সহি হাদিস থেকে আমরা জানতে পারি, অসুস্থ ব্যক্তিরা প্রায়ই নবী করিম সা:-এর কাছে আগমন করতেন এবং তিনি তাদের আরোগ্যের জন্য ব্যবস্থাপত্র দিতেন ও আল্লাহর কাছে আরোগ্য লাভের জন্য দু’আ করতেন।


আল্লাহ তায়ালা প্রতিটি রোগের ওষুধ সৃষ্টি করেছেন।


এবং প্রতিটি রোগের ওষুধ পবিত্র কোরআন ও পবিত্র হাদিসে উল্লেখ আছে । 


আমাদের নাবি মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম এর কথা অবশ্যই অবশ্যই সত্য।


হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা’আলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার জন্যে তিনি প্রতিষেধক পাঠাননি।’


-বুখারি ও মুসলিম। 


স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত নবীজীর বক্তব্য সমগ্র বিশ্বমানবতার কল্যাণের জন্য।


কোনো রোগই দুরারোগ্য নয়। একচ্ছত্র শেফাদানকারী মহান আল্লাহ প্রতিটি রোগের সঙ্গে প্রতিষেধক সৃষ্টি করেছেন। 


যখন রোগ অনুযায়ী ওষুধ মিলে যায়, তখন রোগ আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যায়।’

-মুসলিম শরীফ। 


ক্যান্সার,  ডায়াবেটিস ,  থাইরয়েড,  অটোইমিউন রোগ,  প্যারালাইসিস,  হৃদপিণ্ডের রক্তনালী ব্লক, লিভারে সমস্যা কিডনি ,  ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগ সুন্নাহ ওষুধ এর মাধ্যমে  ভালো  হবে ইনশাআল্লাহ। 

বিস্তারিত জানতে হোয়াটসএ্যাপ নাম্বার

+88 019 777 999 24

+88 01715 85 00 78 

https://01715850078.blogspot.com/

Comments

Popular posts from this blog

পৃথিবীতে ভয়ানক সব রোগের তালিকায় মানসিক বিকৃতি কিংবা উন্মাদনার স্থান সবার শীর্ষে।

থাইরয়েড সম্পর্কে জানুন । আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড।

সুন্নাহ ওষুধ - প্রফেটিক মেডিসিন - ইসলামিক মেডিসিন কি কেন ?