Posts

থাইরয়েড সম্পর্কে জানুন । আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড।

 মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সাধন করার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে থাইরয়েড গ্রন্থির নানা সমস্যা বিশ্বে অন্যতম হরমোনজনিত সমস্যা হিসেবে চিহ্নিত। হরমোনজনিত রোগের ক্ষেত্রে ডায়াবেটিসের পরই এর অবস্থান। মূলত নারীরাই এই সমস্যায় বেশি ভুগে থাকেন। থাইরয়েডের নানা সমস্যা থাইরয়েড গ্রন্থিতে নানা ধরনের সমস্যা হতে পারে। যদি এই গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন তৈরিতে ঘাটতি দেখা দেয়, তবে সেটি হাইপোথাইরয়েডিজম। এটি থাইরয়েডের সবচেয়ে পরিচিত সমস্যা। নারীদের ক্ষেত্রে এটি পুরুষদের তুলনায় প্রায় আট গুণ বেশি হয়ে থাকে। হরমোনের ঘাটতি হওয়ার কারণ, বেশির ভাগ ক্ষেত্রেই অটোইমিউন বা ইমিউন ব্যবস্থার গোলমালের কারণে থাইরয়েড কোষ বিনষ্ট হয়ে এটি হয়। এ ছাড়া কিছু ওষুধ, থাইরয়েডের অস্ত্রোপচার, বিকিরণ (রেডিয়েশন), প্রদাহ ইত্যাদি কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে। আবার কখনো কখনো গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হতে পারে। এর নাম হাইপারথাইরয়েডিজম। এই রোগের কারণও প্রধানত অটোইমিউন, যাকে গ্রেভস ডিজিজও বলা হয়। থাইরয়েড গ্রন্থিতে প্র...

পৃথিবীতে ভয়ানক সব রোগের তালিকায় মানসিক বিকৃতি কিংবা উন্মাদনার স্থান সবার শীর্ষে।

 মানসিক উন্মাদগ্রস্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। কখনো কখনো আক্রান্ত ব্যক্তির উন্মাদনা এতো বেড়ে যায় যে তার দ্বারা সমাজের অনেকে ক্ষতিগ্রস্ত হয়।  মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি, পৃথিবীতে মানসিক রোগসহ এমন কোনো রোগ নেই যার চিকিৎসা আল্লাহতায়ালা দেননি। অতএব অন্যান্য রোগের মতো করে মানসিক উন্মাদগ্রস্ত তথা পাগলের চিকিৎসা করাও সম্ভব। তাহলে একদিকে যেমন পাগল নিজে তার পাগলামি থেকে রেহাই পাবে পাশাপাশি সমাজের লোকেরাও তার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।    বেশ কিছু সুন্নাহ ও অন্যান্য ভালো কাজ সম্পাদন করার মাধ্যমে পাগলের মানসিক অবস্থাকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা যায়।  প্রতিটি রোগের নিরাময় ওষুধ পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখ আছে।      ----- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রতিটি রোগের ওষুধ রয়েছে। যখন রোগ অনুযায়ী ওষুধ মিলে যায়, তখন রোগ আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যায়।’ -মুসলিম শরীফ ------------- #ক্যান্সার, #হেপাটাইটিস,  #এইচ আই ভি / এইডস, #ডায়াবেটিস , #থাইরয়েড,  #অটোইমিউন রোগ,  #প্যারালাইসিস,  #হৃদপিণ্ডের রক্তনালী ব...

সুন্নাহ ওষুধ - প্রফেটিক মেডিসিন - ইসলামিক মেডিসিন কি কেন ?

 তিববুন নববী বা বিশ্বনবী  সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এর চিকিৎসা বিধান মানবজাতির স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি অনন্য গুরুত্বপূর্ণ বিষয়। তিববুন নববী বলতে আমরা রোগ, ওষুধ ও চিকিৎসা, স্বাস্থ্য, সুস্থতা, স্বাস্থ্যের হিফাজত ইত্যাদি সম্পর্কে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কথা, কাজ ও নির্দেশনাকে বুঝে থাকি। বিভিন্ন সহি হাদিস থেকে আমরা জানতে পারি, অসুস্থ ব্যক্তিরা প্রায়ই নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম   এর কাছে আগমন করতেন এবং তিনি তাদের আরোগ্যের জন্য ব্যবস্থাপত্র দিতেন ও আল্লাহর কাছে আরোগ্য লাভের জন্য দু’আ করতেন। তাঁর রোগ ও চিকিৎসাসংক্রান্ত এসব বাণীর ওপর ভিত্তি করে তদানীন্তন আরব সমাজে তিববুন নববী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম   নামে একটি বিশেষ চিকিৎসাব্যবস্থা গড়ে ওঠে, যা আধুনিক বিজ্ঞানের আলোকে উত্তীর্ণ একটি যৌক্তিক ও কার্যকর ব্যবস্থা। ওই সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার বলতে কিছুই ছিল না। কিন্তু রোগ-ব্যাধি তখনো ছিল। যদিও নবী করিম  সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আগমন ডাক্তার বা ফার্মাসিস্ট হিসেবে ছিল না, তথাপি তিনি রোগ নিরাময়ে ও ...

বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিকিৎসা বিধান মানবজাতির স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি অনন্য গুরুত্বপূর্ণ বিষয়।

তিববুন নববী বলতে আমরা রোগ, ওষুধ ও চিকিৎসা, স্বাস্থ্য, সুস্থতা, স্বাস্থ্যের হিফাজত ইত্যাদি সম্পর্কে নবী করীম সা:-এর কথা, কাজ ও নির্দেশনাকে বুঝে থাকি। বিভিন্ন সহি হাদিস থেকে আমরা জানতে পারি, অসুস্থ ব্যক্তিরা প্রায়ই নবী করিম সা:-এর কাছে আগমন করতেন এবং তিনি তাদের আরোগ্যের জন্য ব্যবস্থাপত্র দিতেন ও আল্লাহর কাছে আরোগ্য লাভের জন্য দু’আ করতেন। আল্লাহ তায়ালা প্রতিটি রোগের ওষুধ সৃষ্টি করেছেন। এবং প্রতিটি রোগের ওষুধ পবিত্র কোরআন ও পবিত্র হাদিসে উল্লেখ আছে ।  আমাদের নাবি মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম এর কথা অবশ্যই অবশ্যই সত্য। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা’আলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার জন্যে তিনি প্রতিষেধক পাঠাননি।’ -বুখারি ও মুসলিম।  স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত নবীজীর বক্তব্য সমগ্র বিশ্বমানবতার কল্যাণের জন্য। কোনো রোগই দুরারোগ্য নয়। একচ্ছত্র শেফাদানকারী মহান আল্লাহ প্রতিটি রোগের সঙ্গে প্রতিষেধক সৃষ্টি করেছেন।  যখন রোগ অনুযায়ী ওষুধ মিলে যায়, তখন রোগ আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যায়।’ -মুসলিম শরীফ।...

শ্বাসকষ্ট হাঁচি কাশিতে প্রফেটিক মেডিসিন - সুন্নাহ ওষুধ ।

 শ্বাসকষ্ট, হাঁচি-কাশি, গলা ব্যথার প্রফেটিক মেডিসিন (হাদিসে বর্ণিত ওষুধ) কুস্ত। কুস্ত নামের গাছের শিকড় বহু বছর ধরে গলা ব্যথা ও শ্বাসকষ্টের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বেশ কয়েকজন সাহাবি কুস্তকে হাঁচি-কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথার ওষুধ হিসেবে বর্ণনা করেছেন। বিশুদ্ধতম হাদিস বই বুখারি শরিফে এই হাদিসগুলো রয়েছে। কুস্ত আরবিতে কুদ আল হিন্দ নামে পরিচতি। এ ছাড়া আবু দাউদ শরিফেও এর বর্ণনা আছে। কেউ কেউ বলছেন, করোনা সংক্রমণ যেহেতু ফুসফুস ও গলায় প্রদাহ তৈরি করে সে কারণে করোনা সংক্রমণেও কুস্ত কাজ করতে পারে। কারণ মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ সল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তার সবই আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। বুখারির হাদিসে উম্মে কাইস বিনতে মিহসান (রা:) বলেন, নবী হজরত মুহাম্মদকে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম : বলতে শুনেছি, তিনি বলেছেন- কুদ আল হিন্দ দিয়ে চিকিৎসা করো। গলার সমস্যায় এবং কণ্ঠ ও ফুসফুসের সূক্ষ্ম ঝিল্লির প্রদাহে এটা মুখে ভেতরের এক অংশে রাখো। ৭টি রোগকে এটি সাড়াতে পারে।’ বুখারির হাদিসে আনাস (রা:) নবী মুহাম্মদ স...

হযরত মুসা আলাইহিসসালাম এক বার পীড়িত হয়েছিলেন।

 ইসরাইল বংশীয় অভিজ্ঞ লোকেরা বলেছিল, ‘অমুক দ্রব্য এ রোগের ওষুধ, আপনি তাহা ব্যবহার করেন’ তিনি বলেছিলেন, ‘আমি ওষুধ সেবন করবো না, স্বয়ং আল্লাহ আমাকে আরোগ্য করবেন। ’ তার রোগ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। তিনি কিছুতেই ওষুধ সেবনে সম্মত হলেন না, পীড়াও দূর হলোনা। ইতিমধ্যে ‘ওহী’ নাজেল হলো, ‘হে মুসা! আমি নিজের গৌরবের শপথ করে বলছি, ‘‘তুমি যতোদিন ওষুধ সেবন না করবে, আমি ততোদিন কিছুতেই তোমাকে আরোগ্য করবো না। অতঃপর তিনি ওষুধ সেবন করে স্বাস্থ্য পুনঃপ্রাপ্ত হয়েছিলেন। হাদিস শরিফে আছে, হযরত মুসা (আ.) আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ‘হে আল্লাহ! রোগ কি কারণে আর আরোগ্যই বা কি কারণে ঘটে?’ উত্তর এসেছিল, ‘উভয়ই আমার আদেশে ঘটে’ । তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, ‘চিকিৎসক তবে কোনো কাজের জন্য হয়েছে? উত্তর এলো, ‘কতগুলো লোক চিকিৎসা কার্যে, ওষুধের উপলক্ষে জীবিকা পাবে এবং আমার বান্দাদের প্রফুল্ল রাখবে এ উদ্দেশে তাদের সৃষ্টি করা হয়েছে। -------------- ক্যান্সার,  ডায়াবেটিস ,  প্যারালাইসিস,  হৃদপিণ্ডের রক্তনালী ব্লক, লিভারে সমস্যা,  কিডনি, থাইরয়েড,  অটোইমিউন রোগ, ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন ধরনের জটিল ও...

যাইতুন ফল! আল্লাহর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়তুন ফল ও তেল খেতে, যায়তুন তেল মালিশ করতে -

 এইটা কি যথেষ্ট নয় এই ফলের উপকারিতা বুঝতে ? আল্লাহ স্বয়ং যায়তুন ফলের (পাশাপাশি তীন ফল ) কসম খেয়েছেন সুরাঃ তীন এর মধ্যে - আর কি লাগে ভাই।  তবে, মজার জন্য যায়তুন ফল এর সাথে মধু মিশিয়ে/মাখিয়ে খেতে পারেন পবিত্র কুরআন ও হাদিস এ যে ঔষধ  গুলা উল্লেখ আছে,  সে গুলা ই সুন্নাতী  ওষুধ।     পবিত্র কুরআন ও হাদিস এ সব রোগের ঔষধ উল্লেখ আছে।      রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রতিটি রোগের ওষুধ রয়েছে। যখন রোগ অনুযায়ী ওষুধ মিলে যায়, তখন রোগ আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যায়।’ -মুসলিম শরীফ ----------- ----------- ক্যান্সার,  ডায়াবেটিস ,  প্যারালাইসিস,  হৃদপিণ্ডের রক্তনালী ব্লক, লিভারে সমস্যা,  কিডনি, থাইরয়েড,  অটোইমিউন রোগ, ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগ সুন্নাহ ওষুধ এর মাধ্যমে  ভালো  হবে ইনশাআল্লাহ।  বিস্তারিত জানতে হোয়াটসএ্যাপ নাম্বার +88 019 777 999 24 +88 01715 85 00 7 https://01715850078.blogspot.com